Sunday, 19 June 2016

বউ মারা যাওয়ায় পুরুষাঙ্গ কেটে ফেললেন স্বামী

বউ মারা যাওয়ায় পুরুষাঙ্গ কেটে ফেললেন স্বামী

বউ মারা যাওয়ায় পুরুষাঙ্গ কেটে ফেললেন স্বামী!


তাঁর স্ত্রী, সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন। খুবই কষ্ট পেয়েছিলেন তিনি। আর তার পর থেকেই তিনি অনুভব করতে থাকেন যে তিনি গণিকাদের (prostitute) দ্বারা প্রলুব্ধ হচ্ছেন। তাই 'পাপ' করবেন না বলে তিনি নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন। এখানেই শেষ নয়, এই মারাত্মক কাণ্ডটা ঘটিয়েও তিনি তক্ষুণি কোনো ডাক্তারের কাছে যাননি, সোজা গিয়েছিলেন প্রার্থনা সভায়। তাঁর নাম- টমাস 'বস্টন' করবেট।

তবে, কর্বেটের খ্যাতি বা পরিচিতি শুধু এই কারণের জন্য নয়। তিনি ইতিহাসে রয়ে গেছেন প্রেসিডেন্ট লিঙ্কনের ঘাতক জন উইক বুথকে হত্যা করার জন্যও। যখন বুথ লুকিয়ে পড়ে ঠিক তখনই কর্বেট দেওয়ালের ফুটো দিয়ে দেখতে পান বুথকে এবং হত্যা করেন এই ঘাতককে।সূত্র: জিনিউজ

Prev
Next

posted from Bloggeroid

এক কেজি মাংসের জন্য শিশুকে হত্যা

এক কেজি মাংসের জন্য শিশুকে হত্যা

এক কেজি মাংসের জন্য শিশুকে হত্যা!

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালীতে নিহত শিশু ফাহিম। ছবি : এনটিভি
এক কেজি গরুর মাংস নষ্ট হয়ে যায়। এ কারণে আট বছরের শিশু ফাহিমকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় আটক তিনজন পুলিশের সামনে এই তথ্য স্বীকার করেছে। সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে আটক তিনজনকে আরো জিজ্ঞাসাবাদের আজ রোববার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিহত ফাহিম আহমেদ সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের বাসিন্দা। ফাহিমের বাবা মনিরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। কুশখালীতে নানা হাজি মোহাম্মদ আলীর বাড়িতে মায়ের সঙ্গে থাকত ফাহিম।

গত ১৪ জুন থেকে নিখোঁজ ছিল ফাহিম। পরের দিন ১৫ জুন সন্ধ্যায় কুশখালীর সীমান্ত এলাকার পাটক্ষেত থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, ফাহিমের লাশ উদ্ধারের পর গোপন সূত্রে খবর পেয়ে ঘটনায় জড়িত সন্দেহে কুশখালীর সাইকেল মেরামত দোকানদার মুজিবর রহমানের স্ত্রী সফুরা খাতুন, তার ছেলে ইব্রাহীম খলিল ও ইসরাফিল হোসেনকে আটক করা হয়।

এসআই আবুল কালাম জানান, আটক তিনজন স্বীকার করেছেন, ফাহিমকে তাঁরাই হত্যা করেছেন।

আটক ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে এসআই আবুল কালাম জানান, প্রতিবেশী মুজিবর রহমান বাজার থেকে এক কেজি গরুর মাংস কিনে তা ফাহিমের হাতে দিয়ে বাড়িতে পৌঁছে দিতে বলেন। ফাহিম ওই মাংস এনে দেখতে পায় মুজিবর রহমানের বাড়িতে কেউ নেই। তখন সে বাড়ির মধ্যে থাকা একটি ভ্যানের ওপর প্যাকেটে থাকা মাংস রেখে বাড়ি চলে যায়।

আবুল কালাম জানান, কিছুক্ষণ পর মুজিবর রহমানের পরিবারের লোকজন বাড়ি এসে দেখতে পায় একটি কুকুর মাংসের প্যাকেটটি নিয়ে টানাটানি করছে। এ সময় মুজিবরের স্ত্রী সফুরা ও তাঁর দুই ছেলে ইব্রাহীম ও ইসরাফিল ফাহিমকে বাড়ি থেকে ডেকে এনে জানতে চায় মাংস কোথায়। ফাহিমের জবাবে সন্তুষ্ট না হয়ে তাকে (ফাহিম) বেদম মারধর শুরু করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে ফাহিমকে ঘরের মধ্যে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারা। পরে তার লাশ ঘরে খাটের নিচে রেখে সন্ধ্যায় বাড়ির ধারে সীমান্তবর্তী এলাকায় পাটক্ষেতে ফেলে রেখে আসে।

এসআই আবুল কালাম আরো জানান, এ ঘটনা সম্পর্কে বাড়ির মালিক মুজিবর রহমান কিছুই জানেন না বলে দাবি করেছেন। আটক মা ও দুই ছেলে পুলিশের সামনে এই জবানবন্দি দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সফুরা খাতুন ও তাঁর দুই ছেলেকে সাতদিনের রিমান্ডে চেয়ে আজ আদালতে পাঠানো হয়ে

posted from Bloggeroid

নতুন স্বামীকে নিয়ে চিন্তিত মাহি

নতুন স্বামীকে নিয়ে চিন্তিত মাহি

নতুন স্বামীকে নিয়ে চিন্তিত মাহি!


বিনোদন ডেস্ক: এবারই প্রথম চিত্রনায়িকা মাহিয়া মাহি তার বর অপুকে নিয়ে ছোটপর্দার একটি অনুষ্ঠানে হাজির হতে যাচ্ছেন। মাছরাঙা টেলিভিশনের প্রচারের অপেক্ষায় থাকা এ অনুষ্ঠানের নাম আপাতত রাখা হয়েছে ‘কেমিস্ট্রি’। এবারের ঈদে এই আসরের বিশেষ অতিথি হচ্ছেন সদ্য বিবাহিত দম্পতি মাহিয়া মাহি ও তার স্বামী অপু।

অনুষ্ঠানটি নিয়ে মাহি বলেন, আমার চেয়ে আমার বর অপুর এ অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে বেশ চিন্তিত। কি কাপড় পরবেন কিংবা ক্যামেরার সামনে কি প্রশ্নের উত্তর দেবেন এসব বিষয় নিয়ে চিন্তা করছেন। ২১শে জুন অনুষ্ঠানটি রেকর্ডিং হবে। আমার মনে হয় ঈদে দর্শকরা এ অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন।

রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করার কথা রয়েছে রুমানা মালিক মুনমুনের। এ অনুষ্ঠানের বাইরে একুশে টিভির একটি ঈদ অনুষ্ঠানে মাহি এবার অংশ নিয়েছেন। সেখানে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে একটি গানে পারফর্ম করবেন এই অভিনেত্রী

posted from Bloggeroid

বিপিএল শুরু ৬ নভেম্বর থেকে

বিপিএল শুরু ৬ নভেম্বর থেকে

বিপিএলের তৃতীয় আসরের মতো পরেরটির জন্য যে দুই বছর অপেক্ষা করতে হবে না, তা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান নাজমুল হাসান জানালেন, চতুর্থ আসর শুরু হবে আগামী ৬ নভেম্বর।
পূর্ণাঙ্গ সফর শেষে আগামী ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ইংল্যান্ড দলের। সেই সিরিজ শেষ হওয়ার তিন দিন পরই আবার মাঠে নামতে হবে সাকিব আল হাসান-তামিম ইকবালদের।

আগামী ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। বিপিএল শেষ হতেই সেই সিরিজের প্রস্তুতি নিতে হবে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমদের।

গত নভেম্বর-ডিসেম্বরে বিপিএলের তৃতীয় আসরে অংশ নেয় ছয়টি ফ্র্যাঞ্চাইজি। বরিশাল বুলসকে হারিয়ে শিরোপা জেতে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

posted from Bloggeroid

ফেসবুকে পোস্ট করে টাকা আয়ের সুযোগ

ফেসবুকে পোস্ট করে টাকা আয়ের সুযোগ

ফেসবুকে পোস্ট করে টাকা আয়ের সুযোগ

আগামী দিনে ফেসবুকে শুধুমাত্র পোস্ট করেই মিলবে টাকা। আর সেখান থেকেই তৈরি হবে আয়ের মাধ্যম। অবাক হলেও, এটাই সত্য। যদিও এখনও এই বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে চুড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, এমনটাই যে হতে চলছে তা অনেকটা ইঙ্গিত দিচ্ছে প্রযুক্তি সংক্রান্ত খবরের ওয়েবসাইট ‘দ্যা ভার্জ’।

তাদের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রিত এক ইউজার সার্ভেতে ফেসবুক জানতে চেয়েছিল, কী ভাবে ফেসবুক থেকে আয় করতে পারেন? তাতে ফেসবুক ইউজারেরা বিভিন্ন পন্থার কথা তুলে ধরেছিলেন। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য পন্থাটি হল ‘টিপ জার’ পদ্ধতি



টিপ জার পদ্ধতি হল বিভিন্ন হোটেল বা প্রেক্ষাগৃহে ক্যাশ কাউন্টারের পাশে রাখা একটি বাক্স। ‌যার ওপর বিভিন্ন কারণে অনুদানের আবেদন জানানো থাকে। ক্যাশ কাউন্টারে দাম মিটানোর পর ফেরত টাকার একাংশ অনেকেই দান করেন সেখানে। বিশেষ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই ভাবে তাঁদের সেবামূলক কাজের জন্য অর্থ সংগ্রহ করে থাকে।

‘দ্যা ভার্জ’ জানাচ্ছে, তেমন হলে বিজ্ঞাপন দেখিয়ে লভ্যাংশের একাংশও ফেসবুক দিতে পারে ‘টিপ জার’-এ। তবে এই ফিচার ফেসবুক সবার জন্য আনবে, না কি শুধুমাত্র ভেরিফায়েড ইউজাররাই এই সু‌যোগ পাবেন তা অবশ্য জানায়নি ফেসবুক। ইতিমধ্যে কিছুটা একই রকম নীতি চালু রয়েছে ইউটিউবে। ইউটিউবে ভিডিও আপলোড করে মোটা টাকা আয় করেন অনেকেই।

posted from Bloggeroid