......
রাত ১১ টা,ট্রেনের জানালার পাশের একটা সীট দখল করে বসে আছি,আসলে দখল করে আছি বললে ভুল হবে।ব্লাকে টিকেট নিতে ডাবল টাকা দিতে হয়েছে।আসলে প্রয়োজন কোন বাঁধা মানে না।আর আমার প্রয়োজনটা একটু ভিন্ন।যাইহোক ট্রেন চলতে শুরু করেছে উদ্দেশ্য ঢাকা থেকে সিলেট।
.
আশেপাশের লোকগুলান অনেকটা জিজ্ঞাসু চোখে আমাকে দেখছে বুঝতে পারছি।কারণ আমার অস্থিরতা।চোখ মুখে লেগে আছে ক্লান্তির ছোঁয়া কিন্তু আমার তা দেখার সময় কমই।এ নিয়ে কতবার ফোনের বাতি জালিয়েছি নিজেও জানি না।শেষপর্যন্ত পাশে লোক জিজ্ঞাস করেই ফেলল আমার কোন সমস্যা নাকি।কোন উত্তর দিতে পারিনি।শুধু মনঃটা বলে উঠল এমনটা না করলেও পারতাম।
.......
বিকেল ৪টা,ক্যাম্পাস থেকে বাসায় ফিরছি মাত্র।অনার্স ফাইনাল ইয়ার,একটু বেশিই খাটতে হচ্ছে।ভুলেই গেছি মোবাইলে চার্জ শেষ হয়ে অফ হয়ে আছে অনেক্ষন।তারাতারি করে চার্জে লাগানোর সাথে সাথেই এস এম এস আসা শুরু করল।
মোবাইল অফ কেন?কি হয়েছে তোমার?
তোমার ফ্রেন্ডদের ফোন দিয়েও কোন তথ্য পাইনি।উফফ ভাল লাগছে না কিছুই।
বাসায় ফোন দিয়েও কিছু জানতে পারিনি।প্লিজ কাম ব্যাক মিসিং ইউ।
শেষের মেসেজটা আমাকে তাঁতিয়ে দিলো।এমনি সারাদিন খাইনি এর মধ্যে এসব।ফোন করলাম......
_হ্যালো......
_কুত্তা কই ছিলা তুমি??জানো আমি তোমাকে কত্তগুলান মিস করছি।আমি তোমার জন্য কতটা টেন্স করছিলাম।কি হইছিল তোমার?
_(রেগে গিয়ে বললাম)টেন্স করছিলে ভাল,ফেন্ডদের কাছে আমার কথা জিজ্ঞেস করছিলে আরও ভাল।এই জন্যেকি বাড়িতেও ফোন দিতে হবে?
_(কথাটা বেশিই লেগে গেছে অর)তোমার জন্য চিন্তা হচ্ছিল তাই এমন করছি।
_হুম বুঝছি,মোবাইলে চার্জ ছিল না।তাই অফ ছিল।আর কিছু?
_রেগে যাচ্ছ কেন?
_তো কি করব?মাথায় নিয়ে নাচবো?জাস্ট ফেড আপ।
_(কণ্ঠটা ভারী হয়ে গেছে বুঝতে পারছি)সর্যি তোমাকে ডিস্ট্রাব করার জন্য।আর করবো না।বলেই ফোনটা কেটে দিল।
_রাগটা বেশিই হয়ে গেলো।সাথে আবার ফোন দিলাম কিন্তু অফ পেলাম।ভাবলাম কিছুক্ষণ পর আবার ফোন দিবে।এটা অনেকবার হয়েছে।কিন্তু ভাবনাটা ভুল ছিল।৭/৮ ঘণ্টা হয়ে গেলো,এখনো অফ পাচ্ছি।
উদাস হতে লাগ্লাম।কিছু একটা হারানোর ভয় ঝেঁকে বসছে আমাকে।আঁতকে উঠছি বারবার,আসলে সেই বুঝে হারাবার ব্যাথা যে কিছু হারিয়েছে...।
......
ট্রেনটা এগিয়ে যাচ্ছে, মনের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা নুনা পানি ঝরে পরল।মন থেকে বলে উঠলাম সর্যি বাবুটা।
...হ্যাঁ এতক্ষণ যার কথা বলছিলাম সে আর কেউ না। আমার স্বপ্নরাণী,যার জন্য আমার সকাল,দুপুর বিকেল সাজে।শত চেষ্টা করেও যাকে তার চেয়ে বেশি ভালবাসতে পারিনি।তার ভালবাসার কাছে পরাজিত হতে হয়েছে বারংবার।
জানি পাগলীটা কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে,শ্বাস নিতে পারছে না।কারণ ও কাঁদলে শ্বাসকষ্ট প্রকট হয়ে যায়।পরে হাসপাতালে নিতে হয়।এর আগেও এমনটা হয়ছে।আর এটাই আমায় বেশি ভাবাচ্ছে...।
......
সকালের আলো ফুঁটার অপেক্ষায়।ঠিক তার বাসার সামনে বসে আছি।আমি জানি আমাকে দেখে ও আর রাগ করে থাকতে পারবে না।কারণ ভালবাসি তাকে খুব বেশি।আর ভালবাসা যেখানে অসীম,অভিমান সেখানে নগণ্য।।
__লিখাঃMUtalib anaf Raju(অরুণিমার নীলাভ্র
Saturday, 28 May 2016
Author: bdlove
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios:
Post a Comment