Sunday, 29 May 2016

কোন সফটওয়ার ছড়াই বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের সিস্টেমের গতি ফোল্ডারের ব্রাউজিং গতি+বোনাস ট্রিকস

লিখেছেনঃ বাপ্পী পটুয়াখালী

আসাকরি সকলে ভাল আছেন । ….. কারনে আজ ঘরবন্ধি । তাই আপনাদের মাঝে অনেক দিন পর আবারও একটি টিউন করার চেষ্টা করলাম ।

সিস্টেমের গতি বাড়ানোর ট্রিকস :

——————————–

১. যেকোন কাজ শেষ করার পর ডেক্সটপে বারবার Refresh দিবেন, এরফলে র‍্যামের অপ্রয়োজনীয় ফাইল মুছে যাবে ।


২. ওয়ালপেপারে বেশী বড় সাইজের ছবি সেট করবেন না ।

৩. ডেক্সটপে বেশী আইকন রাখবেন না, কারন প্রতিটি আইকন র‍্যামের ৫০০ বাইট জায়গা দখল করে রাখে ।

৪. Recycle Bin প্রতিদিন পরিষ্কার করবেন ।

৫. প্রতিদিন temporary internet files ডিলিট করবেন ।

৬. কমপক্ষে প্রতি ২ মাসে একবার হার্ডডিক্স Defragment করবেন ।

৭. সি ড্রইভে শুধু Windows রাখবেন, অনান্য Softwares অন্য ড্রইভে রাখবেন ।

৮. Softwares installing এর সময় tray icon মুছে দিবেন, starting the application automatically মুছে দিবেন ।

ফোল্ডারের ব্রাউজিং গতি বাড়ানোর ট্রিকস :

—————————————-My Computer+Tools menu+Folder Options+View tab এ গিয়ে “Automatically search for network folders and printer” Uncheck করে Apply দিয়ে Ok দিবেন ।
বোনাস ট্রিকস (১) :

——————কোন কিছু ডিলিট করার জন্য আমরা DELETE বাটনে চাপি তারপর একটি MESSAGES আসে এরপর Ok দিলে ডিলিট হয়ে Recycle Bin এ যায় ।কিন্তু শুধুমাত্র DELETE বাটনে চাপ দিয়ে যেকোন কিছু ডিলিট করুন এবং সরাসরি Recycle Bin এ পাঠান ।এজন্য Recycle Bin এর ‘Properties’ এ গিয়ে ‘Display Delete Confirmation Dialog’ Uncheck করে Apply দিয়ে Ok দিবেন ।
বোনাস ট্রিকস (২) :

——————-

আমরা সাধারনত সরাসির ডিলিট করার জন্য “Shift+Delete” চাপি, কিন্তু শুধুমাত্র DELETE বাটনে চাপ দিয়ে parmanently ডিলিট করুন ।এজন্য Recycle Bin এর ‘Properties’ এ গিয়ে “Don’t move file the recycle Bin…..” ক্লিক করে Apply দিয়ে Ok দিবেন ।

উপরের সবগুলোই হয়ত আপনাদের জানা, তারপরও আপনাদের আবার মনে করিয়ে দিলাম যদি কাজে লাগে । আজ আর না । কমেন্ট করতে ভুলবেন না ।

posted from Bloggeroid


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: