চুলের যত্নে দারুণ
একটি ঘরোয়া উপাদান হল পেঁয়াজ।
চুল পড়া রোধে পেঁয়াজের রস খুবই
উপকারী।
রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে চুল
পড়া বন্ধ করা এবং ক্ষতির হাত
থেকে রক্ষা করতে পেঁয়াজের
রসের উপকারিতা ও ব্যবহারের
উপায় সম্পর্কে জানানো হয়।
চুলের যত্নে ব্যবহৃত অনেক টনিকেই
পেঁয়াজের রস ব্যবহৃত হয়ে থাকে।
এটি ক্লিনিকালই পরীক্ষিত যে চুল
ক্ষতির হাত
থেকে রক্ষা করতে পেঁয়াজের রস
দারুণ কার্যকর।
পেঁয়াজের রস মাথায় নতুন চুল
গজাতেও সাহায্য করে। মাথার
ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়
এবং জীবাণুমুক্ত রাখতে সাহায্য
করে।
ব্যবহার পদ্ধতি
১টি বড় পেঁয়াজ
ভালো করে পিষে ছাকনি দিয়ে ছেকে রস
বের করে নিতে হবে। তারপর এই রস
পুরো মাথার ত্বক ও
চুলে লাগিয়ে একঘণ্টা অপেক্ষা করতে হবে।
পেঁয়াজের গন্ধ বেশ তীব্র, যদি সহ্য
না হয় তবে পেঁয়াজের রসের
সঙ্গে গোলাপ জল
মেশানো যেতে পারে। একঘণ্টা পর
মাথা শ্যাম্পু
দিয়ে ভালোভাবে পরিষ্কার
করে নিতে হবে।
চুল পড়ার পরিমাণের উপর নির্ভর
করে প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার
করা যাবে।

একটি ঘরোয়া উপাদান হল পেঁয়াজ।
চুল পড়া রোধে পেঁয়াজের রস খুবই
উপকারী।
রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে চুল
পড়া বন্ধ করা এবং ক্ষতির হাত
থেকে রক্ষা করতে পেঁয়াজের
রসের উপকারিতা ও ব্যবহারের
উপায় সম্পর্কে জানানো হয়।
চুলের যত্নে ব্যবহৃত অনেক টনিকেই
পেঁয়াজের রস ব্যবহৃত হয়ে থাকে।
এটি ক্লিনিকালই পরীক্ষিত যে চুল
ক্ষতির হাত
থেকে রক্ষা করতে পেঁয়াজের রস
দারুণ কার্যকর।
পেঁয়াজের রস মাথায় নতুন চুল
গজাতেও সাহায্য করে। মাথার
ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়
এবং জীবাণুমুক্ত রাখতে সাহায্য
করে।
ব্যবহার পদ্ধতি
১টি বড় পেঁয়াজ
ভালো করে পিষে ছাকনি দিয়ে ছেকে রস
বের করে নিতে হবে। তারপর এই রস
পুরো মাথার ত্বক ও
চুলে লাগিয়ে একঘণ্টা অপেক্ষা করতে হবে।
পেঁয়াজের গন্ধ বেশ তীব্র, যদি সহ্য
না হয় তবে পেঁয়াজের রসের
সঙ্গে গোলাপ জল
মেশানো যেতে পারে। একঘণ্টা পর
মাথা শ্যাম্পু
দিয়ে ভালোভাবে পরিষ্কার
করে নিতে হবে।
চুল পড়ার পরিমাণের উপর নির্ভর
করে প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার
করা যাবে।

posted from Bloggeroid
0 coment rios:
Post a Comment