পড়লেন শিল্পমন্ত্রী
২৮ মে ২০১৬, ২১:১৬
কলকাতা সংবাদদাতা
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। ছবি : এনটিভি
ভারতের হুগলি জেলার ফুরফুরা শরিফে জোহরের নামাজ পড়েছেন সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ শনিবার সকালে তিনি ফুরফুরা শরিফে যান। সেখানে জোহরের নামাজ ও দুপুরের খাওয়া শেষ করে ফিরে আসেন মন্ত্রী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কলকাতায় আসেন শিল্পমন্ত্রী। শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে আজ সকালে ফুরফুরা শরিফে যান আমির হোসেন আমু।
Advertisement
আজ ভারতের স্থানীয় সময় সকাল ১০টার দিকে কলকাতা থেকে হুগলি জেলার ফুরফুরা শরিফের উদ্দেশে রওনা দেন আমির হোসেন আমু। সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে সময় কাটান তিনি।
ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গেও দেখা করেন আমু। ত্বহা সিদ্দিকী মন্ত্রীকে স্মারক ও উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান। পীরজাদার সঙ্গেই ফুরফুরা শরিফের মাজারে নামাজ আদায় করেন শিল্পমন্ত্রী। এরপর ত্বহা সিদ্দিকীর আতিথেয়তায় দুপুরে সেখানেই আহার গ্রহণ করেন তিনি।
পীরিজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গে দীর্ঘসময় একান্ত আলাপচারিতায় কাটালেও সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি আমির হোসেন আমু।
Saturday, 28 May 2016
Author: bdlove
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios:
Post a Comment