Monday, 20 June 2016

এই ঈদে স্যামসাং দিচ্ছে ২৫০০০ টাকা পর্যন্ত ছাড়

এই ঈদে স্যামসাং দিচ্ছে ২৫০০০ টাকা পর্যন্ত ছাড়
মো:আশরাফুল
ফ্রি রবি বান্ডল প্যাকেজ, মূল্যছাড় ও হ্যান্ডসেট বিনিময় অফার থাকছে এবারের স্যামসাং ঈদ অফারে। মধ্যম মূল্যমানের জে সিরিজ ও ফ্ল্যাগশিপ এস সেভেন ফোনের জন্য প্রযোজ্য হবে এই অফার। স্যামসাং অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে ফোন কিনে, নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএস-এ জানা যাবে ঠিক কতটুকু মূল্যছাড় মিলছে আপনার ভাগ্যে।
রবি বান্ডল অফার: স্যামসাং গ্যালাক্সি জেওয়ান নেক্সট , জেওয়ান এইস ও জেটু হ্যান্ডসেটে মিলবে ৬৯৯০ টাকা থেকে ১০৪৯০ টাকা সমমানের ডেটা ও ভয়েস কলের সুবিধা সর্বোচ্চ তিনমাস পর্যন্ত। অফার – বিস্তারিত ।
হেলিকপ্টার ভ্রমণ ও মূল্যছাড়: স্যামসাং গ্যালাক্সি জেথ্রি , জেফাইভ ও জেসেভেন ক্রয়ে মিলবে লটারির মাধ্যযমে হেলিকপ্টার ভ্রমণ এবং ১০০০০ টাকা পর্যন্ত মূল্যছাড়।
হ্যান্ডসেট বিনিময় ও মূল্যছাড়: স্যামসাং ফ্ল্যাগশিপ ফোন এসসেভেন এ থাকছে বিনিময় অফার। গ্যালাক্সি এসফাইভ, এসসিক্স,এসসিক্স এজ্, আইফোন সিক্স ইত্যাদি ফোনের সাথে অদল বদল করা যাবে গ্যালাক্সি এসসেভেন। এছাড়াও থাকছে সর্বোচ্চ ২৫০০০ টাকা পর্যন্ত মূল্যছাড়।

posted from Bloggeroid


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: