Tuesday, 14 June 2016

বাহুবলীর ক্লাইমেক্সের খরচ ৩০ কোটি রুপি

ভারতের দক্ষিণী ছবি বাহুবলী: দ্য বিগিনিং গত বছর মুক্তি পাওয়ার পর আক্ষরিক অর্থে রেকর্ড গড়েছে। এমনকি গল্পে কাতাপ্পা কেনো বাহুবলীকে খুন করলো তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। এই প্রশ্নের উত্তর নিয়ে আগামী বছর আরও বড় ক্যানভাসে আসছে এর আগামী পর্ব। এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলী: দ্য কনক্লুশন ছবির ক্লাইমেক্স হতে যাচ্ছে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল দৃশ্যগুলোর একটি। এজন্য খরচ হচ্ছে ৩০ কোটি রুপি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রামোজি ফিল্ম সিটিতে যুদ্ধে ভরপুর ক্লাইমেক্স দৃশ্যটির কাজ শুরু হয়েছে সোমবার থেকে। চলবে টানা দশ সপ্তাহ। এ দৃশ্যের জন্য আন্তর্জাতিক স্টান্ট কোরিওগ্রাফার লি হুইটেকার (বাহুবলী, লিঙ্গা), ব্র্যাড অ্যালান (কিংসমেন সার্ভিস), লারনেল স্টোভ্যাল (হাঙ্গার গেমস), মর্নে ভ্যান টোন্ডারকে (দ্য হবিট) নিয়ে আসা হয়েছে।

বাহুবলী চরিত্রের অভিনেতা প্রভাস দৃশ্যটির জন্য প্রচুর প্রশিক্ষণ নিয়েছেন। হয়েছে মহড়া। সব মিলিয়ে প্রথম ছবির চেয়েও এটি বড়সড় আর মানসম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ছবিটিতে আরও অভিনয় করছেন রানা দাগ্গুবাতি, তামান্না ভাটিয়া ও আনুশকা শেঠি। বাহুবলী টু মুক্তি পাবে ২০১৭ সালের ১৮ এপ্রিল।

posted from Bloggeroid


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: