ব্যথার সঙ্গে লড়াই করে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামেন হামেস রদ্রিগেস। জয়সূচক গোল করে দলকে সবার আগে কোপা আমেরিকার ফাইনালে ওঠানোর পর কলম্বিয়ার এই মিডফিল্ডার জানালেন, যতই ব্যথা থাকুক, হাটতে পারলেই দেশের জন্য খেলবেন তিনি।
প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে গোল করা রদ্রিগেস কাঁধের চোটে মাঠ ছেড়েছিলেন। বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া প্যারাগুয়ে-কলম্বিয়া ম্যাচে রদ্রিগেসের খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল।
কিন্তু সব শঙ্কা দূরে ঠেলে প্যারাগুয়ের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামেন রদ্রিগেস। দ্বাদশ মিনিটে কার্লোস বাক্কার করা প্রথম গোলে অবদান রাখার পর ম্যাচের আধ ঘণ্টার মাথায় নিজেই গোল করেন রদ্রিগেস। ৭০তম মিনিটে প্যারাগুয়ে ব্যবধান কমালেও কলম্বিয়ার জয়ের পথে বাধা হতে পারেনি।
কাঁধের ব্যথার সঙ্গে যুদ্ধ করে মাঠে নেমে এবং দলের জয়ে অবদান রাখতে পারায় রদ্রিগেসের আনন্দ ও আত্মবিশ্বাস আরও বেড়েছে।
“খোঁড়া না হওয়া পর্যন্ত কলম্বিয়ার হয়ে খেলে যাব আমি। দেশের হয়ে আমি সব সময় খেলতে চাই। আমি খুশি কারণ আমি সব সময় সাহায্য করতে চাই, আজ আমি তা করতে পেরেছি।”
“কলম্বিয়ার খেলায় মান ছিল এবং আমি মনে করি, আমরা সবাই চমৎকার একটি ম্যাচ খেলেছি”, যোগ করেন ২৪ বছর বয়সী এই তারকা।
দুই ম্যাচে ৬ পয়েন্টে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করা কলম্বিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী রোববার সকালে খেলবে কোস্টা রিকার বিপক্ষে।

প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে গোল করা রদ্রিগেস কাঁধের চোটে মাঠ ছেড়েছিলেন। বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া প্যারাগুয়ে-কলম্বিয়া ম্যাচে রদ্রিগেসের খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল।
কিন্তু সব শঙ্কা দূরে ঠেলে প্যারাগুয়ের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামেন রদ্রিগেস। দ্বাদশ মিনিটে কার্লোস বাক্কার করা প্রথম গোলে অবদান রাখার পর ম্যাচের আধ ঘণ্টার মাথায় নিজেই গোল করেন রদ্রিগেস। ৭০তম মিনিটে প্যারাগুয়ে ব্যবধান কমালেও কলম্বিয়ার জয়ের পথে বাধা হতে পারেনি।
কাঁধের ব্যথার সঙ্গে যুদ্ধ করে মাঠে নেমে এবং দলের জয়ে অবদান রাখতে পারায় রদ্রিগেসের আনন্দ ও আত্মবিশ্বাস আরও বেড়েছে।
“খোঁড়া না হওয়া পর্যন্ত কলম্বিয়ার হয়ে খেলে যাব আমি। দেশের হয়ে আমি সব সময় খেলতে চাই। আমি খুশি কারণ আমি সব সময় সাহায্য করতে চাই, আজ আমি তা করতে পেরেছি।”
“কলম্বিয়ার খেলায় মান ছিল এবং আমি মনে করি, আমরা সবাই চমৎকার একটি ম্যাচ খেলেছি”, যোগ করেন ২৪ বছর বয়সী এই তারকা।
দুই ম্যাচে ৬ পয়েন্টে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করা কলম্বিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আগামী রোববার সকালে খেলবে কোস্টা রিকার বিপক্ষে।

posted from Bloggeroid
0 coment rios:
Post a Comment